পুনঃব্যবহারযোগ্য রকেট কি ?
‘ যে একটি গাড়ি শুধুমাত্র একবার ব্যবহার করতে পারবে সে হয়তো
গাড়িটি কিনবেনা।’
পৃথিবী থেকে একটি রকেট মহাকাশে পাঠাতে
প্রচুর খরচ হয়। এর অন্যতম কারন হল রকেটে যে মেশিন টী ব্যবহার করা হয় সেটী তৈরি করতে ব্যাপক খরচ হয়।
কিন্তু ওই রকেট টি কে শুধু একবারই
ব্যবহার করা যায়।
যদি এমন একটি রকেট বানানো যায় যেটিকে
একাধিক বা ব্যবহার করা যাবে ?
ভারতীও মহাকাশ গবেষণা কেন্দ্র
I.S.R.O. এবং মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র
N.A.S.A.
এই রকম প্রযুক্তির রকেট বানানোর চেষ্টা
করছে ।
অপরদিকে বিশ্বের অন্যতম ধনী এলোণ মাস্ক এর কোম্পানি ‘SPACEX’ সম্প্রতি কয়েক
গুলী পুনঃ ব্যাবহারযোগ্য রকেট প্রস্তুত করেছে।
এবার হয়ত আমারাও খুব কম খরচে যতবার
ইচ্ছা মহাকাশে ভ্রমণ করতে পারবো।
0 Comments
COMMENT